গীতিকার: লালন ফকির
শিরোনাম: কেন ভ্রান্ত হওরে আমার মন
কেন ভ্রান্ত হওরে আমার মন ।
ত্রিবেনী নদীর করো অন্বেষণ ।।
নদীতে বিনা মেঘে বান বরিষণ হয়
বিনা বায়ে হামাল উঠে মৌজা ভেসে যায়
নদীর হিল্লোলে মরি হায় না জানি গতি কেমন ।।
নদীর ক্ষণে ক্ষণে হয়রে উৎপত্তি
কালিন্দে গঙ্গানদী প্রবল বেগবতী
কেউ হেলায় পার হয়ে যায় কারো শুকনা ডাঙায় হয়রে মরণ ।।
নদীতে মাঝে মাঝে উঠছেরে ফেপি
তাতে পড়লে কুটো হয়রে দুটো এতই বেগবতী
অধীন লালন বলে ও অবোধ মন নদীর কুলে গিয়ে লও স্মরণ ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৭৫