গীতিকার: লালন ফকির
শিরোনাম: কেনরে মনমাঝি ভবনদীতে মাছ ধরতে এলি
কেনরে মনমাঝি ভবনদীতে মাছ ধরতে এলি ।
তোর মাছ ধরার ঠনঠনা শুধু কাদাজল মাখালি ।।
লোহা খসা ঘাইছোড়া জালে কেমন করে ধরবি মাছ আনাড়ি বাইলে ।
ভক্তির জোরে জাল না দিলে টান দিলে জাল উঠে খালি ।।
লালন বলে ও মনমাঝি ভাই মাছ ধরার কায়দা কৌশল শিক্ষা করোনাই ।
এবার শিক্ষা লওগা গুরুর ঠাই মাছে ভরবে দেহডালি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা