গীতিকার: লালন ফকির
শিরোনাম: খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ।
ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায় ।।
আট কুঠুরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝরকা কাটা ।
তার উপরে সদর কোঠা আয়না মহল তায় ।।
কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যাবহার ।
খাচা ছেড়ে পাখি আমার কোনখানে পালায় ।।
মন তুই রইলি খাচার আশে খাচা যে তোর কাঁচা বাঁশে ।
কোনদিন খাচা পড়ব ধ্বসে লালন ফকীর কেঁদে কয় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৯৭