গীতিকার: লালন ফকির
শিরোনাম: খাকে গঠিলো পিঞ্জরে এ সুখপাখি আমার কীসে গঠেছেরে
খাকে গঠিলো পিঞ্জরে এ সুখপাখি আমার কীসে গঠেছেরে ।
পাখি পুষলাম চিরকাল নীল কিংবা লাল
একদিনও দেখলামনা সে রুপ সামনে ধরে ।।
আবে খাকে পিঞ্জরায় বর্ত আতসে হইলো পোক্ত পবন আড়া সেই ঘরে ।
আছে সুখপাখি সেথায় প্রেমের শিকল পায়
আজব খেল খেলছে গুরু গোসাই মেরে ।।
কেমন রে পিঞ্জিরার ধ্বজা নীচে উপর নয় দরজা কুঠরি কোঠা থরে থরে ।
পঞ্চকুঠুরী তার আছে মূলাধার মূলাধারে মূল শূণ্যভরে ।।
করে আজব কারিগরী বসে আছে ভাব মিস্ত্রী সেই পিঞ্জিরার বাইরে ।
পাখির আসা যাওয়ার দ্বার আছে সন্ধির উপর
ফকীর লালন বলে কেউ কেউ জানতে পারে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা