গীতিকার: লালন ফকির
শিরোনাম: খাকি আদমের ভেদ সে ভেদ পশু কী বোঝে
খাকি আদমের ভেদ সে ভেদ পশু কী বোঝে ।
আদমের কলবে খোদা খোদ বিরাজে ।।
আদম শরীর আমার ভাষায় বলেছেন অধর সাঁই নিজে ।
নইলে কি আদমকে সেজদা ফেরেস্তায় সাজে ।।
শুনি আজাজিল খাস তন খাকে আদমতন গঠন গঠেছে ।
সেই আজাজিল শয়তান হলো আদম না ভজে ।।
আব আতস খাক বাতঘর গঠলেন জান মালেক মোক্তার কোন চীজে ।
লালন বলে এ ভেদ জানলে সব জানে সে যে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৯৮