গীতিকার: লালন ফকির
শিরোনাম: খালি ভাড় থাকবে রে পড়ে
খালি ভাড় থাকবে রে পড়ে ।
দিনে দিন কর্পূর তোর যাবেরে উড়ে ।।
মন যদি গোলমরিচ হতো তবে কি আর কর্পূর যেতো ।
তিলকাদি না থাকিতো সু সঙ্গ ছেড়ে ।।
অমূল্য কর্পূর যাহা ঢাকা দেওয়া আছে তাহা ।
কেমনে প্রবেশে হাওয়া কর্পূরের ভাড়ে ।।
সে ধন রাখিবার কারণ নিলেনা গুরুর শরণ ।
লালন বলে বেড়াই এখন আগাড় ভাগাড়ে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৯৯