গীতিকার: লালন ফকির
শিরোনাম: খোদ খোদার প্রেমিক যেজনা
খোদ খোদার প্রেমিক যেজনা ।
মুর্শিদের রুপ হৃদয়ে রেখে করে আরাধনা ।।
আগে চাই রুপটি জানা তবে যাবে খোদাকে চেনা ।
মুর্শিদকে না চিনলে পরে হবেনা তোর ভজনা ।।
আগে মনকে নিষ্ঠা করো নবী নামের মালা গাথো ।
অহর্নিশি চেতন থাকো করো কালযাপনা ।।
সিরাজ সাঁইয়ের চরণ ভুলে অধীন লালন কেঁদে বলে ।
চরণ পাই যেন অন্তিমকালে আমায় ফেলোনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩০৩