গীতিকার: লালন ফকির
শিরোনাম: খোদা বিনে কেউ নাই সংসারে
খোদা বিনে কেউ নাই সংসারে ।
এ মহাপাপের দায় কে উদ্ধার করে ।।
এ জগত মাঝে যতজন আছে ।
তারা সবে দোষী হবে নিজ পাপভরে ।।
পিতামাতা আশা যত ভালবাসা ।
তারা আমার পাপের ভার নাহি নিতে পারে ।।
ওরে আমার মন করো তাহার অন্বেষণ ।
লালন বলে যিনি তোমার ভার নেয় শিরোপরে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা