গীতিকার: লালন ফকির
শিরোনাম: খোদা রয় আদমে মিশে
খোদা রয় আদমে মিশে ।
কার জন্য মন হলি হত সেই খোদা আদমে আছে ।।
নাম দিয়ে সাঁই কোথায় লুকালে মুর্শিদ ধরে সাধন করলে নিকটে মেলে ।
আত্মারুপে কর্তা হয়ে করো তার দিশে ।।
আল্লা নবী আদম এই তিনে নাই কোন ভেদ আছে এক আত্মায় মিশে ।
দেখবি যদি হযরত নবীকে এশকেতে আছে ।।
যার হয়েছে মুর্শীদের জ্ঞান উজালা সেই দেখিবে নূর তাজাল্লা ।
লালন বলে জ্ঞানী যারা দেখবে অনায়াসে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা