গীতিকার: লালন ফকির
শিরোনাম: খোদার বান্দা নবীর উম্মত হওয়া যায় যাতে
খোদার বান্দা নবীর উম্মত হওয়া যায় যাতে
নবীর তরিক নেয় উম্মত জাহেরায় পুসিদাতে ।।
ধর্ম পর্দায় বান্দা জাহেরায়
খোদার হুকুম ফরজ আদায় দেখো পঞ্চবেনাতে
তলবে দুনিয়া তলবে মাওলায় দুই তলব তাতে ।।
বান্দার দেল পুসিদাতে রয়
খোদা বান্দা আরশেতে হয় দেখো কালামুল্লা তে
আরশ ছেড়ে খোদা তিলার্ধ নয় রয় তালেবুল মাওলাতে ।।
আকার বান্দা সাকার রুপ খোদা
আকারে সাকারে মিলে হয় দেখা নিরাকারেতে
অনন্ত রুপ আকার এক রুপ সাকার রয় সর্বঘটেতে ।।
বান্দার রুপ খোদ খোদা হয়
আল্লা আদম বান্দাতে রয় পাক পাঞ্জাতন যাতে ।
ভেদ জেনে বান্দা লালন দেয় সেজদা খোদার রুপেতে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা