গীতিকার: লালন ফকির
শিরোনাম: খোজো আবহায়াতের নদী কোনখানে
খোজো আবহায়াতের নদী কোনখানে ।
আগে যাও জিন্দাপীরের খান্দানে দেখিয়ে দেবে সন্ধানে ।।
সেই সে নদীর পিছল ঘাটা কত চাঁদ কোটালে খেলছে ভাটা ।
দ্বীন দুনিয়ায় জোড়া একটা মীন আছে তার মাঝখানে ।।
মাওলার মহিমা এমনই সেই নদীতে হয় অমৃতপানি ।
তার একরতি পরশে অমনি অমর হবে সেইজনে ।।
আবহায়াতের মর্ম যেজন পায় উপাসনা তারই বটে হয় ।
সিরাজ সাঁইয়ের যে আদেশ হয় অধীন লালন তাই ভনে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা