গীতিকার: লালন ফকির
শিরোনাম: খুজে ধন পাই কি মতে পরের হাতে ঘরের কলকাঠি
খুজে ধন পাই কি মতে পরের হাতে ঘরের কলকাঠি ।
আবার শতেক তালা আটা ঘরের মালকুঠি ।।
শব্দের ঘর নিঃশব্দের কুড়ে সদাই তারা আছে জুড়ে ।
দিয়ে জীবের নজরে ঘোর টাটি ।।
আপন ঘরে পরের কারবার দেখলামনা রে তার বাড়িঘর ।
আমি বেহুশ মুটে বা কার মোট খাটি ।।
থাকতে রতন আপন ঘরে এ কী বেহাত আজ আমারে ।
লালন বলে মিছে মনরে এ ঘর বাটি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩০০