গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী আইন আনিলেন নবী সকলের শেষে
কী আইন আনিলেন নবী সকলের শেষে ।
রেজাবন্দী সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে ।।
ইসা মুসা দাউদ নবী বেনামাজি নহে কভি ।
শেরেক বেদাত তখনো ছিলো তবে নবী কি জানালেন এসে ।।
জব্বুর তৌরা ইঞ্জিল কেতাব বাতিল হলো কীসের অভাব ।
তবে নবী কি খাস পয়গম্বর আমি ভেবে না পাই দিশে ।।
ফোরকানের দরজা ভারি কীসে হলো বুঝতে পারি ।
তাই না বুঝে অবোধ লালন বিচারে গোল বাঁধিয়েছে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৩২