গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী আজব কলে রসিক বানিয়েছে কোঠা
কী আজব কলে রসিক বানিয়েছে কোঠা ।
শূণ্যভরে পোস্তা করে তার উপরে ছাদ আটা ।।
অনন্ত কুঠির স্তরে স্তরে চারিদিকে আয়নামহল তার ।
হাওয়ার বারাম নাই রুপ দেখা যায় মণিমাণিক্যের ছটা ।।
যেদিন রসিকচাঁদ যাবে সরে হাওয়া প্রবেশ হবেনা সেই ঘরে ।
নিভে যাবে রসের বাতি ভেঙে যাবে সব ঘটা ।।
দেখিতে বাসনা যার হয় দেলদরিয়ায় ডুবলে দেখা যায় ।
লালন বলে সত্যাসত্য কারে আর দেখবি কেঠা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৩৩