গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী আনন্দ ঘোষ পাড়াতে পাপীতাপী উদ্ধারিতে
কী আনন্দ ঘোষ পাড়াতে পাপীতাপী উদ্ধারিতে ।
দুলাল চাঁদকে নিয়ে সাথে বসেছেন মা ডালিমতলাতে ।।
কে বোঝে মা তোমার খেলা এখানে এই দোলের মেলা ।
অন্ধ আতুর বোবা কালা মুক্ত হয় মা তোমার কৃপাতে ।।
কেন গো সতী স্বরুপিনী সামনে আছে সুরধুনী ।
অনেক দূরে ছিলো শুনি এগিয়ে এলো তোর কাছেতে ।।
লালন কয় তোর মনকে কর খাটি ডালিম তলার নিয়ে মাটি ।
হারাস যদি হাতের লাঠি পড়বি খানা আর ডোবা তে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৬৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা