গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী বলিস গো তোরা আজ আমারে
কী বলিস গো তোরা আজ আমারে ।
চাঁদ গৌরাঙ্গ ভুজঙ্গ ফণী দংশিলো যার হৃদয় মাঝারে ।।
গৌররুপের কালে যারে দংশায় সে বিষ কি ওঝাতে পায় ।
বিষ ক্ষণেক নাই ক্ষণেক পাওয়া যায় ধন্বন্তরী ওঝা যায়রে ফিরে ।।
ভুলবোনা ভুলবোনা বলি কটাক্ষেতে অমনি ভুলি ।
জ্ঞানপবন যায় সকলই ব্রহ্মমন্ত্রে ঝাড়িলে না সারে ।।
যদি মেলে রসিক সুজন রসিকজনার জুড়ায় জীবন ।
বিনয় করে বলছে লালন অরসিকের দুঃখ হবে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৪২