গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী ছার মানে মজে কৃষ্ণধনকে চেনো না
কী ছার মানে মজে কৃষ্ণধনকে চেনো না ।
থাক থাক ওগো প্যারী দুদিন বাদে যাবে জানা ।।
কৃষ্ণেরে কাঁদালে যত তুমিও কাঁদিবে তত ।
ধারা শোধ চিরদিন তো প্রচলিত আছে কিনা ।।
যখন বলবে কোথায় হরি এনে দে গো সহচারী ।
তখণ সে সাধলাম প্যারী তা কি মনে জানো না ।।
বাড়াবাড়ি হইলে ক্রমে কুঘটেতে আটক নয়কর্মে ।
লালন কয় পাষাণ ঘামে শুনে বৃন্দের বন্দনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৩৯