গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী ছার রাজত্ব করি
কী ছার রাজত্ব করি ।
গোপাল হেন পুত্র আমার অক্রুর এসে করলো চুরি ।।
মিছে রাজা নামটি আছে লক্ষী সে তো গা তুলেছে ।
যে হতে গোপাল গিয়েছে সেই হতে অন্ধকার পুরী ।।
শোকানলে চিত্ত মাঝার কার বা বাড়ি কার বা ঘর ।
একা পুত্র গোপাল আমার করে গেলো শূণ্যাকারি ।।
নন্দ যশোদার ছিলো অক্রুর মুনি বিষম কালো ।
প্রাপ্ত কৃষ্ণ হরে নিলো লালন কয় এ দুঃখ ভারি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৩৯