গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী এক অচিন পাখি পুষলাম খাচায়
কী এক অচিন পাখি পুষলাম খাচায় ।
হলোনা জনম ভরে তার পরিচয় ।।
আখির কোনে পাখির বাসা দেখতে নারে কি তামাশা ।
আমার এ আন্ধেলা দশা কে আর ঘুচায় ।।
পাখি রাম রহিম বুলি বলে ধরে সে অনন্ত লীলে ।
বলো তারে কে চিনিলে বলো গো নিশ্চয় ।।
যারে সাথে সাথে লয়ে ফিরি তারে বা কই চিনিতে পারি ।
লালন কয় অধর ধরি কী রুপধ্বজায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৩৪