গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী হবে আমার গতি
কী হবে আমার গতি ।
কত জেনে কতই শুনে ঠিক পড়েনা কোনো ব্রতই ।।
যাত্রাভঙ্গ যে নাম শুনে বনের পশু হনুমানে ।
নিষ্ঠা যার রামচরণে সাধুর খাতায় তার সুখ্যাতি ।।
কলার ডেগো সর্প হলো চাম কেটোয়ায় গঙ্গা এলো ।
এ সকল ভক্তির বল আমার নাই কোনো বলশক্তি ।।
মেঘ পানে চাতকের ধ্যান অন্যবারি করেনা পান ।
লালন বলে জগত প্রমাণ ভক্তির শ্রেষ্ঠ সেহি ভক্তি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৪৮