গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী কালাম পাঠাইলেন আমার সাঁই দয়াময়
কী কালাম পাঠাইলেন আমার সাঁই দয়াময় ।
এক এক দেশে এক এক বাণী কয় খোদায় পাঠায় ।।
একযুগে যা পাঠায় কালাম অন্যযুগে হয় কি হারাম ।
এমনই মতে ভিন্ন তামাম ভিন্ন দেখা যায় ।।
যদি একই খোদার হয় রচনা তাতে ভিন্ন ভেদ থাকেনা ।
এ সকল মানুষের রচনা তাইতে ভিন্ন হয় ।।
এক এক দেশে এক এক বাণী পাঠান কি সাঁই গুণমণি ।
মানুষের রচিত জানি লালন ফকীর কয় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৩৮