গীতিকার: লালন ফকির
শিরোনাম: কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়েনা
কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়েনা ।
দোটানাতে ভাবছি বসে এই ভাবনা ।।
কেউ বলে মক্কায় গিয়ে হজ্ব করিলে যাবে গুনা ।
কেউ বলে মানুষ ভজে মানুষ হ না ।।
কেউ বলে পড়লে কালাম পায় সে আরাম বেস্তখানা ।
কেউ বলে ভাই ঐ সুখের ঠাই কায়েম রয়না ।।
কেউ বলে মুর্শিদের ঠাই খুজলে পায় মূল ঠিকানা ।
তাই না বুঝে লালন ভেড়ো হয় দোটানা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৩৬