গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী করি ভেবে মরি মনমাঝি ঠাহর দেখিনে
কী করি ভেবে মরি মনমাঝি ঠাহর দেখিনে ।
ব্রহ্মাদি খাচ্ছে খাবি ঐ নদীর পাড় যাই কেমনে ।।
মাড়ুয়া বাদীর এমনই ধারা মাঝদরিয়ায় ডুবিয়ে ভারা ।
দেশে যাইতে পড়ি ধরা ঐ নদীর ভাব না জেনে ।।
শক্তিপদে ভক্তিহারা কপটভাবের ভাবুক তারা ।
মন আমার তেমনই ধারা ফাঁকে ফেরে রাত্রিদিনে ।।
মাকাল ফলটি রাঙ্গা চেঙ্গা তাই দেখে মন হলি ঘোঙ্গা ।
লালন কয় তোলোয়া ডোঙ্গা কখন ঘড়ি ডোবায় তুফানে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৩৭