গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী কঠিন ভারতী না জানি
কী কঠিন ভারতী না জানি ।
কোন প্রাণ আজ পরালো কৌপিনী ।।
হেন ছেলে ফকীর হয় যার শতশত ধন্য সে মার ।
কেমনে রয়েছে সে ঘর ছেড়ে সোনার গৌরমণি ।।
পরের ছেলের দেখে এ হাল শোকানলে আমরা বেহাল ।
না জানি আজ শোকে কী হাল জ্বলছে উহার মা জননী ।।
যে দিয়েছে এ কৌপনী ডোর তারে বিধি দেখাইতো মোর ।
ঘুচাইতো মনের ঘোর লালন বলে কিছু বাণী ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৯৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা