গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী মহিমা করলে সাঁই বোঝা গেলোনা
কী মহিমা করলে সাঁই বোঝা গেলোনা ।
আমার মনভোলা চাঁদ ছলা করে বাদি আছে ছয়জনা ।।
যত শত মনে করি ভাব দেলেতে ঘুরে মরি ।
কোথায় রইলে দয়াল বারি ফিরে কেন চাইলে না ।।
করে তোর চরণের আশা ঘটালো আমার এ দুর্দশা ।
সার হলো কেবল যাওয়া আসা কিনার তো আর পেলাম না ।।
জনম গেলো দেশে দেশে ভজন সাধন হবে কীসে ।
লালন তাই ভাবছে বসে ভবে হলো যাতনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৪৪