গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী সে শরার মুসলমানের জাতের বড়াই
কী সে শরার মুসলমানের জাতের বড়াই ।
শরার রাহে না গেলো সে মুসলমানই নয় ।।
পঞ্চতত্ব নামাজ শরায় কোথায় খোদা সেজদা কোথায় ।
কারে দেখে ডানে বায় সালাম ফিরায় ।।
আঁধার ঘরকে মক্কা বলে হাজি হয় সেখানে গেলে ।
আল্লা কি আসিয়া মেলে হাজীদের সভায় ।।
ইব্রাহিম নবী হজ্বের তরে পুত্রকে কোরবানী করে ।
দেখাতে গেলেন ইসলাম যারে সেইরুপে হেথায় ।।
দেহমক্কা ঢুড়লে পরে মিলবেরে সেই পরোয়ারে ।
তাই না বুঝে অবোধ লালন ধাইলোরে সেই মক্কায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা