গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে
কী সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে ।
আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে ।।
যেতে পথে কামনদীতে পাড়ি দিতে ত্রিবিনে ।
কত ধনীর ভাড়া যাচ্ছে মারা পড়ে নদীর তোড়তুফানে ।।
রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে ।
উজান তরী যাচ্ছে বেয়ে তারাই স্বরুপ সাধান জানে ।।
শতদল কমলের উপরে মূল রয়েছে গোপনে ।
মনের মানুষ স্থলে রেখে দেখতে পাইনে দুই নয়নে ।।
লালন বলে মলাম জ্বলে জলে স্থলে নিশিদিনে ।
মণিহারা ফণির মতন হারা হলাম পিতৃধনে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা