গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী শোভা করেছে সাঁই রঙমহলে
কী শোভা করেছে সাঁই রঙমহলে ।
অজান রুপে দিচ্ছে ঝলক দেখলে নয়ন যায়রে ভুলে ।।
জলের মধ্যে কলের কোঠা সপ্ততালা আয়না আটা ।
তার ভিতরে রুপের ছটা মেঘে যেমন বিজলী খেলে ।।
লাল জরদ আর ছনি মনি বলবো কী তার রুপ বাখানি ।
দেখতে যেমন পরশমণি তারার মালা চাঁদের গলে ।।
অনুরাগে যার বাঁধা হৃদয় তারই সে রুপ চক্ষে উদয় ।
লালন বলে শমনের দায় এড়ায় সে অবহেলে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা