গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী শোভা করেছে দ্বিদলময়
কী শোভা করেছে দ্বিদলময় ।
সে মনমোহিনী রুপ ঝলক দেয় ।।
কিবা বলবো সে রুপের বাখানি লক্ষ লক্ষ চন্দ্র জিনি ।
ফণি মণি সৌদামিনী সে রুপের তুলনা নয় ।।
সহজ সুরসের গোড়া রসেতে ফল আছে ঘেরা ।
কিরণে চমকে পারা দ্বিদলে ব্যাপীত হয় ।।
সে রুপ জাগে যার নয়নে কি করবে তার বেদ সাধনে ।
দ্বীনের অধীন লালন ভনে রসিক হলে জানা যায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৫০