গীতিকার: লালন ফকির
শিরোনাম: কী ভাব নিমাই তোর অন্তরে
কী ভাব নিমাই তোর অন্তরে ।
মা বলিয়ে চোখের দেখা তাতে কি তোর ধর্ম যায়রে ।।
কল্পতরু হওরে যদি তবু মা বাপ গুরুনিধি ।
এ গুরু ছাড়িয়া বিধি কে তোরে দিয়েছে হারে ।।
আগে যদি জানতে ইহা তবে কেন করলে বিহা ।
এখন সেই বিষ্ণুপ্রিয়া কেমনে রাখিবো ঘরে ।।
নদীয়া ভাবের কথা অধীন লালন কি জানে তা ।
হা হুতাশে শচীমাতা বলে নিমাই দেখা দেরে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৯৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৪৩