গীতিকার: লালন ফকির
শিরোনাম: কি বা রুপের ঝলক দিচ্ছে দ্বিদলে দেখলে নয়ন যায়রে ভুলে
কি বা রুপের ঝলক দিচ্ছে দ্বিদলে দেখলে নয়ন যায়রে ভুলে ।
ফণি মণি সৌদামিনী জিনি ঐ রুপ উজ্জলে ।।
অস্থি চর্ম স্বর্ণরুপ তাতে মহারসের কূপ বেগে ঢেউ খেলে ।
তার একবিন্দু অপার সিন্ধু হয়রে ভূমণ্ডলে ।।
দেহের দলপদ্ম যার উপাসনা নাইরে তার কথায় কী মেলে ।
তীর্থ ব্রত যাহার জন্য এই দেহে তার সব লীলে ।।
রসিক যারা সচেতন রসরতি করে ভজন রুপ উদয় হলে ।
লালন গোড়া নেংটি এড়া মিছে বেড়ায় রুপ বলে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৩০