গীতিকার: লালন ফকির
শিরোনাম: কীর্তিকর্মার খেলা কে বুঝতে পারে
কীর্তিকর্মার খেলা কে বুঝতে পারে ।
যে নিরঞ্জন সেই নূরনবী নামটি ধরে ।।
গঠিতে সাঁই সয়াল সংসার একদেহে দুই দেহ হয় তার ।
আহাদে আহমদ নাম দেখো বিচারে ।।
চারিতে নাম আহমদ হয় মীম হরফ তার নফি কেন কয় ।
সে কথাটি জানাও আমায় নিশ্চিত করে ।।
এ মর্ম কাহারে শুধাই ফ্যাসাদ ঝগড়া বাঁধায় সবাই ।
লালন বলে স্থুল ভুলে যাই তার তোড়ে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৫১