গীতিকার: লালন ফকির
শিরোনাম: কীসে আর বুঝাই মন তোরে
কীসে আর বুঝাই মন তোরে ।
দেল মক্কার ভেদ না জানিলে হজ্ব হয় কীসে রে ।।
দেল গঠন সে কুদরতি কাম খোদ খোদা তাতে দেয় বারাম ।
তাইতে হলো দেলমক্কা নাম সর্ব সংসারে ।।
এক দেল যার জেয়ারত হয় হাজার হজ তার তুল্য নয় ।
কোরাণেতে সাফ লেখা রয় তাইতে বলিরে ।।
মানুষের হয় মক্কার সৃজন মানুষে করে মানুষের ভজন ।
লালন বলে মক্কা কেমন চিনবি কবে রে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৫২