গীতিকার: লালন ফকির
শিরোনাম: কীসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে
কীসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে ।
গুরুচরণ তারণতরী ধরো রে অকপটে ।।
নদীর মাঝে মাঝে আসে বান প্রাণে রাখো ভক্তির জ্ঞান ।
যেন হইয়োনা রে অজ্ঞান রবি বসিলো পাটে ।।
রিপু ছয়টি করো বশ ছাড়ো বৃথা রঙ্গরস ।
কাজেতে হইলে অলস পড়ে রবি পাড়ঘাটে ।।
দেহব্যাধির সিদ্ধির পদ্মপত্রে যথা নীর ।
জীবন তথা হয় অস্থির কোন সময় কি বা ঘটে ।।
সিরাজ সাঁই বলেরে লালন বৈদিকে ভুলোনা মন ।
একনিষ্ঠা মন করো সাধন বিকার তোমার যাবে ছুটে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৫৩