গীতিকার: লালন ফকির
শিরোনাম: কবে সাধুর চরণধূলি লাগবে আমার গায়
কবে সাধুর চরণধূলি লাগবে আমার গায় ।।
আমি বসে আছি আশা সিন্ধু তীরেতে সদায় ।।
চাতক যেমন মেঘের জল বিনে
অহর্নিশি চেয়ে আছে মেঘ ধিয়ানে
ও তার তৃষ্ণায় মৃত্যূ গতি জীবনে হলো
সেই দশা আমার ।।
ভজন সাধন আমাতে নাই
কেবল মহত নামের দেই গো দোহাই
তোমার নামের মহিমা জানাও গো সাঁই
পাপীর হও সদয় ।।
শুনেছি সাধুর করুনা
সাধু পরশিলে হয় গো সোনা
বুঝি মম ভাগ্যে তাও হলোনা
কেঁদে লালন কয় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২০৬