গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোন চরণ এই দীনহীনকে দেবে
কোন চরণ এই দীনহীনকে দেবে ।
দুটি চরণ বৈ নয় আছে শতভক্তের হৃদয় দয়াময় আমার ভাগ্যে কি হবে ।।
শুনেছি সেই ত্রেতাযুগে রাম অবতার ভক্তের লেগে
মহা তীর্থস্থান যোগে যুদ্ধজয় কলরবে ।
তুমি গয়াসুরকে চরণ দিয়ে বন্ধু হয়েছো ভক্তিভাবে ।।
প্রহাদ নারদাদি চরণ সাথে নিরবধি
আমার বঞ্চিত বিধি এ নিধনের ভার কে লবে ।
চরণ পাবার আশায় ত্রিপুরারই বেড়ায় শ্মশানে পাগলভাবে ।।
পাষাণী মানব হলো চরণধূলায় চরণমালা হনুর গলায়
হৃদয়মাঝে চরণ দোলায় নূপুর বাজে সুরে ।
লালন বলে চরণ বিক্রেতা জনমের মতো ফিরে কি কেহ আর পাবে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা