গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোন দেশে যাবি মনা চল দেখি যাই কোথা পীর হও তুমি রে
কোন দেশে যাবি মনা চল দেখি যাই কোথা পীর হও তুমি রে ।
তীর্থে যাবি কী ফল পাবি সেখানে কী পাপী নাইরে ।।
বিবাদী তোর দেহে সকল অহর্নিশি করছে রে গোল ।
যথায় যাবি তথায় পাগল করবে তোরে ।।
নারী ছেড়ে কেউ জঙ্গলেতে যায় স্বপ্নদোষ কি হয়না সেথায় ।
মনের বাঘে যারে খায় তখন কে ঠেকায় তারে ।।
ভ্রমে বারো বসে তেরো তাও তো সদাই শুনে ফেরো ।
সিরাজ সাঁই কয় লালন তোর বুদ্ধি নাইরে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৮৪