গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোন খান্দানে নবীজি মুরিদ হয় বলো দ্বীন দয়াময়
কোন খান্দানে নবীজি মুরিদ হয় বলো দ্বীন দয়াময় ।
আছে চিশতিয়া কাদেরিয়া নক্সবন্দিয়া মোজাদ্দেদীয়া মুর্শিদ কয় ।।
নূরী জহুরী জব্বুরী সত্তরী চার পেয়ালা নবী পায় ।
আলী আবু বকর ওমর ওসমান কোন পেয়ালা কারে দেয় ।।
এক চন্দ্র লক্ষ লক্ষ তারা আসমান ছেয়ে রয় ।
অমাবস্যা লাগলে চন্দ্র কোন জায়গায় লুকায় ।।
সিরাজ সাঁই কয় অবোধ লালন নূর পেয়ালা কারে কয় ।
চেতন মানুষ ধরে নফি এজবাত লেহাজ করে জানতে হয় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা