গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোন কলে নানা ছবি নাচ করে সদাই
কোন কলে নানা ছবি নাচ করে সদাই ।
কোন কলে হয় নানাবিধ আওয়াজ উদয় ।।
কলমা পড়ি কল চিনিনে যে কলে ঐ কলমা চলে ।
ওপর ওপর বেড়াও ঘুরে গভীরে ডুবলোনা হৃদয় ।।
কলের পাখি কলের চুয়া কলের মোহর গিরে দেয়া ।
কল ছুটিলে যাবে হাওয়া পড়ে রবে কে কোথায় ।।
আপন দেহের কল না ঢুড়ে বিভোর হলে কলমা পড়ে ।
লালন বলে মুর্শিদ ছেড়ে কে পেয়েছে খোদায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা