গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোন কোন হরফে ফকীরি
কোন কোন হরফে ফকীরি ।
কীসে আসল হয় সে হরফ জানতে হয় তার ফিকিরি ।।
কয়টি হরফ লেখে বরজোখ কি কি নাম বলি তারই ।
না জেনে তার নিরিখ নেহাত পড়ে শুনে কি করি ।।
এক হরফে নিজনাম আছে শুনি তাই বরাবরই ।
কোন হরফ সে করোনা দিশে দিন হলো আখেরি ।।
ত্রিশ হরফের চার হরফে কালুল্লাহ গণ্য করি ।
লালন বলে আর কয় হরফ তার কলব করে জারি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা