গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোন কূলেতে যাবি মনুরায়
কোন কূলেতে যাবি মনুরায় ।
গুরুকুলে যেতে হলে লোক কুল সব ছাড়তে হয় ।।
নদীর দুকুল ঠিক রয়না গাঙ্গে এককূল গড়ে আর এক কূল ভাঙ্গে ।
তেমনই যেন সাধুর সঙ্গে বেদ বিধিকুল দূরে রয় ।।
রোজা পূজা বেদের আচার মন যদি চায় করো এবার ।
বেজাতের কাজ বেদ বেদান্তর মায়াবাদীর কার্য নয় ।।
ভেবে বুঝে এককুল ধরো দোটানায় কেন ঘুরে মরো ।
সিরাজ সাঁই কয় লালন তোর ফু ফুরাবে কোন সময় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৮২