গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোন রাগে কোন মানুষ আছে মহারসের ধনী
কোন রাগে কোন মানুষ আছে মহারসের ধনী ।
পদ্মে মধু চন্দ্রে সুধা জাগায় রাত্রদিনই ।।
সিদ্ধি সাধক প্রবর্তগুণ তিনরাগ ধরে আছে তিনজন ।
এই তিন ছাড়া রাগ নিরুপণ জানলে হয় ভাবিনী ।।
মৃণালগতি রসের খেলা নবঘাট নবঘাটেলা ।
দশমযোগে বারিগোলা যোগেশ্বর অযোনি ।।
সিরাজ সাঁইর আদেশে লালন বলছে বাণী শোনরে এখন ।
ঘুরতে হবে নাগরদোলন না জেনে মূল্যবাণী ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা