গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোন রসে কোন রতির খেলা
কোন রসে কোন রতির খেলা ।
জানতে হয় এই বেলা ।।
সাড়ে তিন রতি বটে লেখা যায় শাস্ত্র পাটে
সাধকের মূল তিনরস ঘটে তিনশো ষাট রসের বালা ।
জানিলে সেই রসের মর্ম রসিক তারে যায় বলা ।।
তিন রস সাড়ে তিন রতি বিভাগে করে স্থিতি
গুরু ঠাই জেনে পতি সাধন করে নিরালা ।
তার মানবজনম সফল হবে এড়াবে শমনজ্বালা ।।
রসরতির নাই বিচক্ষণ আন্দাজি করি সাধন
কীসে হয় প্রাপ্তি সে ধন ঘোচেনা মনের ঘোলা ।
আমি উজানে কি ভেটেনে পড়ি ত্রিবেনীর ত্রিনালা ।।
শুদ্ধ প্রেমরসিক হলে সেই রতি উজানে চলে
ভিয়ানে সিদ্ধি ফলে অমৃত মিছরি উলা ।
লালন বলে আমার কেবল শুধুই জল তোলা ফেলা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৮৭