গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোন রসে প্রেম সেধে হরি গৌরবরণ হলো সে
কোন রসে প্রেম সেধে হরি গৌরবরণ হলো সে ।
না জেনে সেই রসের মর্ম প্রেমযাজন কার হয় কীসে ।।
প্রভুর যে মত সেই মত সার আর যত সব যায় ছাড়েখার ।
তাইতে ঘুরি কিবা করি ব্রজের পথের পাইনে দিশে ।।
অনেকে কয় অনেক মতে ঐক্য হয়না মনের সাথে ।
ব্রজের তত্ব পরমার্থ ফিরি তাই জানার আশে ।।
কর্মে থেকে নিস্কামী হয় আজব একটা এও জানা যায় ।
কী মর্ম তার কে জানতে পায় লালন তাই ভাব বসে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৮৮