গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোন সাধনে শমনজ্বালা যায়
কোন সাধনে শমনজ্বালা যায় ।
ধর্মাধর্ম বেদের মর্ম মনের অধিকার রয় ।।
দান যজ্ঞ স্তব ব্রত কর পুণ্যফল সে পেতে পারে ।
সে ফল ফুরায়ে গেলে আবার ঘুরতে ফিরতে হয় ।।
নির্বাণ মুক্তি সেধে সে তো লয় হবে পশুর মতো ।
সাধন করে এমন তত্ব মুখে কেবা সাধতে চায় ।।
পথের গোলমালে পড়ে মূল হারালাম নদীর জলে ।
লালন বলে কেশে ধরে লাগাও গুরু কিনারায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৯২