গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোনরুপে করো দয়া এই ভুবনে
কোনরুপে করো দয়া এই ভুবনে ।
অনন্ত অপার মহিমা তোমার কে জানে ।।
তুমি রাধা তুমি কৃষ্ণ মন্ত্রদাতা পরম ইষ্টমন্ত্র দাও কানে ।
মন্ত্র দিতে সপে দিলে সাধু গুরু বৈষ্ণব গোসাঁইর চরণে ।।
তীর্থ মক্কা গয়া কাশী বারাকুঞ্জ বানারসী মথুরা বৃন্দাবনে ।
তীর্থে যদি গৌর পেতো ভজনসাধন করে জীব কি কারণে ।।
গুরুমুখের পদ্মবাক্য সাধকেরা করে ঐক্য আমি জানিনে ।
সিরাজ সাঁই কয় অবোধ লালন শক্তিসান্ত হবে কোনদিনে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৮৯