গীতিকার: লালন ফকির
শিরোনাম: করে কামসাগরে এই কামনা
করে কামসাগরে এই কামনা ।
দান করিয়ে মধু কুলের কুলবধু পেয়েছে বধু কেলেসোনা ।।
করে কঠোর ব্রত ক্ষীরোদার কূলে কূল ভাসিয়ে দিয়েছে অকুলে
সেই কূলের কাটা করিলে যে কুলটা
গোপীকুলের যত ব্রজাঙ্গনা ।।
গেলো গেলো কুল করিলে ভুল অকুল পাথারে ভাসায়ে দুকুল
কেঁদে হয় আকুল পেলোনা সে কুল
কুলে এসে কুল ধ্বংস করোনা ।।
করিয়ে ঘটা বাঁধাইলে যে ল্যাটা এখন সবাই মোরে তোরে ঝাটা
তাই লালন ভনে মরেছে বধু নিজগুণে
কুল ভেঙ্গে অকুলে যেয়ে করলো মহাঘটনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা