গীতিকার: লালন ফকির
শিরোনাম: করি কেমনে শুদ্ধ সহজ প্রেমসাধনা
করি কেমনে শুদ্ধ সহজ প্রেমসাধনা ।
প্রেম সাদিতে ফাপরে ওঠে কামনদীর তুফান ।।
প্রেমরত্নধন পাবার আশে ত্রিবেনীর ঘাট বাঁধলাম কষে ।
কামনদীর এক ধাক্কা এসে ছুটে যায় বাঁধন ছাদন ।।
বলবো কী সেই প্রেমের কথা কাম হইলো প্রেমের লতা ।
কাম ছাড়া প্রেম যথাতথা হয়রে আগমন ।।
পরম গুরু প্রেম প্রকৃতি কামগুরু হয় নিজপতি ।
কাম ছাড়া প্রেম পায় কি গতি ভেবে কয় লালন ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২২২