গীতিকার: লালন ফকির
শিরোনাম: করিয়ে বিবির নিহার রসুল আমার কই ভুলেছেন সাঁই রব্বানা
করিয়ে বিবির নিহার রসুল আমার কই ভুলেছেন সাঁই রব্বানা ।
জাত সেফাতে দোস্তি করে কেউ কাহারে ভুলতে পারেনা ।।
খুজে তার মর্মকথা পাবি কেথা রসুল চৌদ্দ নিকাহ কই করেছে ।
চৌদ্দ ভুবনের পতি চৌদ্দ বিবি করেছে তার দেখো নমুনা ।।
সেফাতে এসে নবী তিনটি বিবি সুসন্তানের হয়েছে মা ।
আলিফ লাম মীমে দেখোনা ও দিনকানা তিনজন বিবি সৈয়দেনা ।।
আদার ব্যাপারী হয়ে জাহাজ লয়ে সাত সমুদ্রের খবর লওনা ।
না পেয়ে তার আদি অন্ত হয়ে সান্ত বসে আছে কতোজনা ।।
লালন কয় বুঝবারই ভুল করে কবুল দেখোনা নবী সাল্লে আলা ।
আগমে নিগম যিনি গুণমণি তার সাথে আর কার তুলনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৪১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২২৩