গীতিকার: লালন ফকির
শিরোনাম: করো সাধনা মায়ায় ভুলোনা
করো সাধনা মায়ায় ভুলোনা ।
নইলে আর সাধন হবেনা ।।
সিংহের দুগ্ধ স্বর্ণের পাত্রের রয়
মেটেপাত্রে দিলে কেমন দেখায়
মনপাত্র হলে মেটে কী করবি আর কেঁদেকেটে
আগে কারো সেই পাত্রের ঠিকানা ।।
অংক শিক্ষার আগে নাও সদগুরুর দীক্ষা
চেতনগুরুর সঙ্গে কারো ভগ্নাংশ শিক্ষা
বীজগণিতে পূর্ণমান তাতে পাবি রক্ষা
মানসাংক কষতে যেত ভুল করোনা ।।
বাংলা শিক্ষা করো মন আগে
ইংরেজীতে মন তোমার রাখো বিভাগে
বাংলা না শিখে ইংরেজীতে মন দিয়ে
লালন করছে পাশের ভাবনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা